মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

১০ লিপিকা ঘোষ

কোশিশ
লিপিকা ঘোষ



খুব ভালবাসার মতো ক’রে ডাকলে
তোমাকে আদৌ ছোঁওয়া যাবে কি না
তা জানা না জানার মধ্যে দিয়েই
হেঁটে যাচ্ছে ডুব-সূর্যের আবীর মেঘ –-
ও মেঘে বিন্দু বিন্দু জমলে জমাট বাঁধবে,
এই যে ভর সন্ধ্যে মাথায় নিয়ে ফেরার পথ খুঁজছি
অথচ কিছুতেই কোনো হদিশ না মেলা গাঢ়,
তার এলোমেলো কোশিশ নিয়ে যে পাখিটা উড়ে গেল --
ডানা থেকে খসা পালকের টুপ আর
শিস দেওয়া তাগিদ ডাকছে তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন