মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

২২ কিরীটি সেনগুপ্ত

হোম
কিরীটি সেনগুপ্ত



অবধারিত শরৎ-এ এলে তুমি। গেরুয়া হয়ে। সন্ন্যাসের শুরু বোধহয় এখন। ছেড়ে আসা সংসার সাদা। গাছের পাতাগুলো সাদা হয়ে মুখভার। ফুঁ দিলে উড়ে যাবে গুঁড়ো যা কিছু; জমে গেলে অন্য কথা।

সাদা চিতায় শুয়ে আছে কস্তুরী। সন্ন্যাসী হবে; ভেবেছে গায়ের রোমটিও সাদা হোক। সহজে ছেড়ে আসা গন্ধ লেগে থাকুক গেরুয়াতে।

মখমলি গেরুয়া শুষে নিচ্ছে সব ……. লাল আগুনে জেগে ওঠে বিরজা। পড়ে থাকে শুধু কালো ছাই।

সাদা তিলকে কস্তুরী ঘর ছাড়ে একতারা হাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন