বাঁশি
সুবীর সরকার
(১)
এই মেঘ বৃষ্টির মেঘ নয়
সব দৃশ্যই এক একটা ছবি
কাগজের ওপর পাখি ও ঝর্ণা
সোনামুখে ঘাম, বাজনাসমেত
সিরিয়াল বিরতিতে আকাশ বাতাস
নদী
(২)
হেসে চলে যায় বুড়ো সর্দার
তীর ছোঁড়ে। কানে হেডফোন লাগিয়ে
শুয়ে পড়ে।
কাশবনে জল ঢুকছে
জঙ্গল পথে মাইল মাইল
ঘোড়াকে দেখাশোনা করার জন্য
লোক দরকার
মাঠ দেখলে ছুটতে ইচ্ছে করে
হারানো বাশিঁ খুজঁতে কুরুয়া
পাখি
কপালে ভ্রু উঠছে,
সড়কের মাথায় মেঘ, সমার্থক
শব্দ
(১)
এই মেঘ বৃষ্টির মেঘ নয়
সব দৃশ্যই এক একটা ছবি
কাগজের ওপর পাখি ও ঝর্ণা
সোনামুখে ঘাম, বাজনাসমেত
সিরিয়াল বিরতিতে আকাশ বাতাস
নদী
(২)
হেসে চলে যায় বুড়ো সর্দার
তীর ছোঁড়ে। কানে হেডফোন লাগিয়ে
শুয়ে পড়ে।
কাশবনে জল ঢুকছে
জঙ্গল পথে মাইল মাইল
ঘোড়াকে দেখাশোনা করার জন্য
লোক দরকার
মাঠ দেখলে ছুটতে ইচ্ছে করে
হারানো বাশিঁ খুজঁতে কুরুয়া
পাখি
কপালে ভ্রু উঠছে,
সড়কের মাথায় মেঘ, সমার্থক
শব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন