রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

নবেন্দুবিকাশ রায়

তিনটি কবিতা
নবেন্দুবিকাশ রায়



ল্যান্ডস্কেপ

লোকটা প্রাণপণ সাইকেল চালাচ্ছে...
৩০º চড়াই, শেষ হচ্ছে পাখিময় একটা গাছে
একটাও পাখি শব্দ করছে না...


শুধু জন্মদিন কাছে এলে
মরে যেতে ইচ্ছে করছে আমার।

 

একটি স্টুপিড সন্ধ্যায়

“বেদনার গন্ধ বোরোলিনের মতো”


এই বলে একজন চুপ করে গেল।


বাকিরাও।



ফেব্রুয়ারির তিন তারিখে দেয়াল যেরকম থাকে

একটা দেওয়ালের প্রতিফলন আরেকটা দেওয়াল 
এই সত্য পুনরাবিষ্কারের পর
আমি তোমার, তোমাদের প্রতিক্রিয়া লক্ষ্য করি... সম্ভবত শ্যাওলা নিয়ে কিছু বলছিলে
সম্ভবত গুপ্ত প্রেম ও বাজেট


কোথাও এক ফিলিপ্স রঙের দেওয়ালে সূক্ষ্ম চিড় ধরেছিলো
 

২টি মন্তব্য:

  1. কবিতা একেবারে পালিশ দেয়া ঝকঝকে। নবেন্দু তোর হোঁচটগুলো কোথায় গেল ? জন্মদিনগুলো ? ফিফথ ডাইমেনশনটা কি বাবা অত্রি ? অসাধারণ মিতবাক ও লাবন্যময় কবিতাগুলো।

    উত্তরমুছুন
  2. কবিতা একেবারে পালিশ দেয়া ঝকঝকে। নবেন্দু তোর হোঁচটগুলো কোথায় গেল ? জন্মদিনগুলো ? ফিফথ ডাইমেনশনটা কি বাবা অত্রি ? অসাধারণ মিতবাক ও লাবণ্যময় কবিতাগুলো।

    বারীন ঘোষাল

    উত্তরমুছুন