নিবেদন
লক্ষ্মীকান্ত মন্ডল
একটা আত্ম-নিবেদনএর কাছে কবিতার লাইন
এক উলঙ্গ মানুষের ছটফটানি দেখে
কেউ বলে বিকলাঙ্গ
কেউ বলে পাগল
মাটি শুধু নিজেকে চুরমার করে
ধুলো মাখায় তার গায়ে
তারপর সাদাপাতায় কবিতা শারীর পাতে
উপুড় হওয়া পিয়াসী আত্মায়
লক্ষ্মীকান্ত মন্ডল
একটা আত্ম-নিবেদনএর কাছে কবিতার লাইন
এক উলঙ্গ মানুষের ছটফটানি দেখে
কেউ বলে বিকলাঙ্গ
কেউ বলে পাগল
মাটি শুধু নিজেকে চুরমার করে
ধুলো মাখায় তার গায়ে
তারপর সাদাপাতায় কবিতা শারীর পাতে
উপুড় হওয়া পিয়াসী আত্মায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন