উত্তরণ
ক্রমশ একটা অন্ধকার ভেঙে
আর একটা অন্ধকারের দিকে
এগিয়ে চলেছো। চারিদিকে
অসংখ্য ঝোপঝাড়, কাঁটাগাছ
শেয়াল-কুকুর-হায়নার দল।
তবুও বিরতি নয়...
ছুঁড়ে দেওয়া ঘ্রাণ, চাবুক চিন্তায়
আরও বাহান্ন হাত বাড়িয়ে রেখেছো।
নিমডালের ফাঁকে ফাঁকে
দূষণের কারবার
ছড়িয়ে পড়ছে
তোমার
খান্-খান্
ছন্দে...
ক্রমশ একটা অন্ধকার ভেঙে
আর একটা অন্ধকারের দিকে
এগিয়ে চলেছো। চারিদিকে
অসংখ্য ঝোপঝাড়, কাঁটাগাছ
শেয়াল-কুকুর-হায়নার দল।
তবুও বিরতি নয়...
ছুঁড়ে দেওয়া ঘ্রাণ, চাবুক চিন্তায়
আরও বাহান্ন হাত বাড়িয়ে রেখেছো।
নিমডালের ফাঁকে ফাঁকে
দূষণের কারবার
ছড়িয়ে পড়ছে
তোমার
খান্-খান্
ছন্দে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন