বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

লিপিকা ঘোষ

টার্নিং পয়েন্ট থেকে


একটা জ্যোৎস্নায় দাঁড়িয়ে থাকতে থাকতে পাশের ছাদে নামা মুগার কারুকাজে জরি মিশেল মেখলা-জ্যোৎস্নাও যদি হাত বাড়িয়ে দিতে চায় নিরাশ করবে কি করবে না এটা নিয়ে অদ্ভুত কনফিউশন... কিছুই না, এ আলোর রঙ তোমার গায়ে মাখামাখি ও আলোয় হাত... শিউরে উঠে গেলে চলবে না। তারপর থেকে নীলাঞ্জনের আর ঘুম নেই। রাত দশটা’য় টিফিন খায় ওরা, রাত সওয়া বারোটা’য় ডিনার... নীলাঞ্জন জ্যোৎস্নায় যায়, রোজ-ই যায়; এ জ্যোৎস্না ও জ্যোৎস্না ঘুরে ভোর ধুয়ে ঘরে ফেরে। ঘোরে পাওয়া শব্দরা এভাবে তাড়া করে বেড়ালে নীলাঞ্জন আর কী-ই বা করতে পারে...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন