বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

রত্নদীপা দে ঘোষ

দুপুর



দুপুর নথ স্বভাব


হার মানা হার। লাফিং বুদ্ধ হাঁফাচ্ছে গরমে। হস্তমৈথুন করতে করতে হীরের নখদাঁত গেছে ক্ষয়ে। আদমের আপেল। কামড়ের দাগে চোদ্দদফা ঈভ।


দুপুর বৃহন্নলা স্বভাব

বেআব্রু মেয়ে। নাচভাঙা ব্রেসিয়ার, মুঠোতে আঁটে না ঘুঙুর এমন। হন্যে হয়ে ঘোরা সিলিং। চলো পালিয়ে যাই কনডোম থেকে কোকেনের বিজ্ঞাপনে।


দুপুর ট্রেকিং স্বভাব

ডেনিমের ব্রিজ। হাল্কা পায়ে চরকির মতো ঘুরছে ঝরোখা। টিকিট কাটার পরও চোখ রাঙালো দুটি খরগোশ। হেথা নয়...অন্য কোথাও... মাতাল দু’কোয়া বাতাস


দুপুর লকগেট স্বভাব

বোন চায়নার স্থাবর অস্থাবর। ক্যামেরার শাটার ঝলসে দীঘাশুক্র। কান পাতলে ঝিকঝিক ক্রিমসন লোকাল। হে ইস্পাতের শিরদাঁড়া, পাল্লা দাও সাথে... তাহার সাথে...


কফিব্রেকে গজানো দুপুরগুলো আমি স্বভাবের...
সাদা প্যাডে একঘেয়ে মাকড়সা, অসমাপ্ত ঘুমের ব্লেড
হাল্কা চিরুনি... দরখাস্তের জট... টানা সাতদিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন