বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

অনুপম মুখোপাধ্যায়

বিকিয়াখোলা



বিকিয়াখোলা

যে কোনো দিক থেকেই হাওয়া আসতে পারে
এই কবিতাকে ঘিরে থাকা পৃষ্ঠায়
যে কোনো নাম থেকে হাওয়া বইতে পারে

কবিতাকে ঘিরে থাকা সাদা আমাকে

খ্যাপাচ্ছে

ভালোবাসার শেষের মতো নয়
পারফিউমের খালি বোতলের মতো নয়

খালি বোতল নয় খালি বোতল নয়
জাতীয় সড়কের পাশের সেই গ্রাম
অথবা নাম বিকিয়াখোলা

বিকিয়াখোলাআআআআআআআআআআআআআআআআআআআআ

আর কিছু গাড়ির ব্যাকলাইট
লাল

লাল

লাল বৃষ্টির মধ্যে
গাড়ির রঙ কিছুতেই গাড়ি হচ্ছে না

৩টি মন্তব্য:

  1. ভাল শোনার কবিতা। কিন্তু অনুপম, প্রমিস কর আগামী এক বছর তুই কবিতায় 'না', বা 'নয়' শব্দ দুটো ইউজ করবি না।

    উত্তরমুছুন
  2. ভাল শোনার কবিতা। কিন্তু অনুপম, প্রমিস কর আগামী এক বছর তুই কবিতায় 'না', বা 'নয়' শব্দ দুটো ইউজ করবি না।

    বারীন ঘোষাল

    উত্তরমুছুন
  3. Besh laaglo. "Kobitaa ke ghirey thaaka saadaa aamake------------- Perfume er khaali botoler moto noi" Appeal koraar moto auboshyo i.

    উত্তরমুছুন