কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৭


নিষিদ্ধ প্রেম

 

কি বলো?

খুব ভালবাসতে ইচ্ছে করে!

 

বয়স কত?

এসব মানায় না তোমাকে!

 

তাও মেনে নিলাম

কিন্তু

সমাজ  কি বলবে?

 

ছিঃ

 

তুমি না মা!

 

নারী তুমি! পুরুষ হলে না হয়

মানতে পারতাম!

 

ভালোবাসার নাম এনো না মুখে।

 

চুপ! একদম চুপ!

 

সমাজ কুলটা বলবে!

শাড়িতেও টান পরবে!

 

ফেরারী মন

 

ফিরে আসার জন্যেই যেতে হয়! না গেলে ফিরে আসবো কীভাবে?

 

তাই, বিদায়ের সময় হাসিমুখে বিদায় দিও।

 

প্রতিটি হাসিতে রেখো ফিরে আসার আহ্বান।

 

তাহলে দেখবে আর ফিরে আসার

পথ খুঁজতে কষ্ট হবে না!

 

ভালোবাসা

 

ভালোবাসা এক মিথ্যা আশ্বাস।

করি না তাই এই ভ্রমকে বিশ্বাস!

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন