কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

জয়া ঘটক




নাগরিক

ভুলে ভরা
খসড়া পত্র

উদ্ধত বেয়নেট

কে তুমি?

ভূমিপুত্র! 

রাষ্ট্র কী বলে? 

নতজানু হও

না হলে
গর্দান
দাও।


গতজন্ম ধোঁয়াশা

পরজন্ম মানি না।
তাই
কোথা থেকে এসেছি
জানি না!
কোথায়  যাবো?
তাও জানি না!

প্রেম বলতে যদি
শুধু শরীর বোঝো!
তাহলে বলি শোনো।

হৃদয়ে কান পাতো
শুনতে পাবে
নৈঃশব্দ্যের কোলাহল!

ওটাই সত্যি! 

বাকি সব তো
মৃত্যুর নামতা!


অবিশ্বাস 

মুঠো ভরা অবিশ্বাস
তৃষ্ণার্ত হৃদয়
কুহক জল
অপৌরুষ কামনা
একবুক দীর্ঘশ্বাস

নতুন জীবন!
কি চাই? 

উপহার? 

নাও, দিলাম
গতজন্মের
হাওয়া।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন