কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(৯৪)        

ফিরে এসো তুমি যদি থাকে তোমার সৎসাহস
বা দুঃসাহস অথবা ভীরুতা
চানাবৌদি এখন গেছে মাছ ধরতে জলে
জলের মিনার উথলে উঠছে ওই দেখো
যার যেমন পা তার পায়ে তেমন নক্সাকাটা জাল
প্রজাপতি উড়ছে উড়ছে
প্রজাপতি মরছে
ঢলঢলে সন্ধ্যায় তুমি তুলে ধরো তোমার গান্ডীব
ফিরে এসো তুমি যদি না থাকে কোনো পালানোর পথ


(৯৫)  
    
খেলতে খেলতে আমরা খেলছিলাম আমাদের খেলা
শমিতা হাতে বল নাচাতে নাচাতে
শোনাচ্ছিল পদ্মাবতীর উপাখ্যান
পারমিতা পায়ে বল ঠেলতে ঠেলতে
গাইছিল লালনসঙ্গীত
দিনটা ছিল মঙ্গলবার
সময়টা কৃষ্ণপক্ষের রাত
আমরা সবাই খেলছিলাম আমাদের খেলা

খেলতে খেলতে অন্যদের অন্য অন্য খেলা 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন