কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

তাহিতি ফারজানা

অপেক্ষার মৌসুম


ছুঁড়ে দেয়া যাচ্ছে না অযাচিত উদ্বেগ
ঘর থেকে বেঘোর অবধি।
ছায়া শেখেনি কীভাবে ধারণ করবে
বর্ণ-গন্ধহীন অন্যমনস্কতা।

যে ঠিকানা আত্মস্থ হয়নি কারো
ক্ল্যারিনেট বাদনে ভরে উঠেছে
তার শিরা-উপশিরা।

অপেক্ষার প্রলম্বিত মৌসুম
ঠিক যেন গৃহপালিতের তুষার চোখ
ঝড়ে পড়ে, ঝড়ে পড়া দেখে
শুভ্র, অলৌকিক।


তপ্ত স্বর


তোমাকে দেখে রাস্তা বদল করে যে
বিরক্ত বা অনুরক্ত তার স্বরে ডেকো না কোনোদিন
পালাক্রমে মৃৎপাত্রে ফুটছে পাতার সংসার।

একহাত অপর হাতের চেয়ে নির্ধারিত দূরত্বে,
উভয়ে বুনছে মর্মরের ধার ঘেঁষে
জাতিস্বর বীজ। পারস্পরিক অপরিহার্যতায়।

ভঙ্গুর বিকেলে পাখির দিকে ধেয়ে আসলে আকাশ
সমস্তই প্রাকৃতিক জেনে

কতটুকু ডুবসাঁতার হতে পারো তুমি!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন