কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বুধবার, ৯ মার্চ, ২০১৬

বিতস্তা ঘোষাল

কবিতা


(১)

অনন্ত কাল ধরে তুমি আসছ
দুপায়ে মাড়িয়ে রাগ অভিমান গ্লানি
উড়ছে ধূলো পুড়ছে বিষাদ
তুমি আসছ
তুমি আসছ বলে আকাশ মেঘলা
বৃষ্টি এখনো নামেনি
নদীতে প্লাবন, তাও দুকূল ভাসেনি
তুমি আসছ
তুমি আসছ বলে আমার কথারা
শব্দহারা,
শুধুই আঁক টানছি
বইয়ের মাঝে দিশেহারা মন
অক্ষর হাতড়ে ফিরছি
তুমি আসছ 
তুমি আসছ বলে কাজল নয়না
কাজল বিহী, আরশি দেখতে ভুলেছে
এলোমেলো চুল, ভ্রমর যত জুটেছে
তুমি আসছ বলে 
তুমি আসছ বলে ওড়নার ভাঁজে 
লুকিয়ে রেখেছি অমৃত
চন্দন বেটে রেখেছি
তুমি আসছ বলে
তুমি এস তৃষ্ণার্ত শরীরে


(২)

একটু আগেও জলচ্ছ্বাসের শব্দ
ঢেউ ভেঙে ঢেউ
           
সিক্ত বালুকণায়
ভেসে গেল পূর্ব জন্মের চাওয়া পাওয়া
এখন স্তব্ধ শহর
           
নীরব আলোকমালা
শরীর জুড়ে দখিন বাতাস
             
নূপুর বেজে যায়
দূরে এক ঘর চাঁদ
           
নিষিদ্ধ পথ, চোরাগলি ছেড়ে
পৌঁছে গেছে সব আগল ভেঙে
                 
ঠিক ঠিকানায়।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন