কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

২৩) রোশনি ইসলাম



রোশনি ইসলাম


মগ্ন

স্বপ্নময় বিহ্বলতা
উজ্জ্বল দৃষ্টি
চতুর্দিকে উৎসব
চঞ্চল জনসমুদ্র
দিনযাপন
সাজানো বাগান
মগ্ন পুকুরের জল।



ভ্রমণ

সবুজ পাতায়
     নীল আকাশ দেখি।
ভ্রমর প্রজাপতি
     উজ্জ্বল আলো
অলংকৃত প্রকৃতি।
প্রাণ-স্পন্দন
     ভ্রমণরত ঠিকানা।



তরঙ্গ

ফুলঝুরি-তরঙ্গ
পাখির পালক
হালকা হাওয়ায়
বাগানঘর।
বিচিত্র সব ছবি
বন বনান্তর
গজলা-হরিণ
নৃত্যের তালে।

1 কমেন্টস্: