কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

০৮) ইন্দ্রনীল ঘোষ


 
লেজ
আমি
ম্যাঁও
আরে! তুইও!
মিয়াঁও...
আচ্ছা বেশ। আমরা।
মিয়াঁও মিয়াঁও
আমাদের সাথে একবাটি দুধ, দুধ গরম করার একটা উনুন। আর এপার ওপার টপকাবার মতো একখানা জানালা। কেমন?
মি...য়াঁও



জীবন-চোতা
রামু ছোটবেলায় পায়ের ওপর পা তুলে ঘুমোতোমা বল, “ ঠিক র বাবার মতো ঘুমোয়”।
আর একটু বড় হয়ে রামু সার্টের হাতা গুটিয়ে স্কুলে যেতবন্ধুরা বল, “ও  ঠিক অঙ্ক স্যারের মতো হাতা গোটায়
প্রেম করল দশম কেলাসেপ্রেমিকা বলল, তোমার মাসল্‌ হুবহু সলমানের মতো 
রামু বিয়ে করল না ভয়েপাছে বউ রাতের অন্ধকারে বলে, তুমি না ঠিক অমুকের মতো...

মরল গলায় দড়ি দিয়েলোক বলল, অসীম সিংহ ঠিক একই কাজ করেছিল

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন