কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

১৩) অরুণাভ ঘোষ

এক চাপ কা
অরুণাভ ঘোষ



স্বরূপবাবু একবার এককাপ চা চাইতে গিয়ে ভুল করে ‘একচাপ কা’ বলে ফেলেছিলেন! বিয়ের মাত্র তিনদিনের মাথায় এই ভুলে তাঁর স্ত্রী মাধুরী একটা মুচকি হাসি উপহার দিয়েছিল চায়ের সঙ্গে। তারপরে প্রায় আটত্রিশ বছর স্বরূপবাবু চা-পিপাসা পেলে ‘একচাপ কা’ চাইতেন। চায়ের কাপ বা মাধুরীর হাসি কোনোটাই আজ আর সংখ্যায় হিসাব করা যাবে না।

ছেলে, বউমা আর আদরের নাতনি শ্রীতমা ওরফে মোমকে নিয়ে স্বরূপবাবুর এখন ভরা সংসার।

আজ ১৯শে নভেম্বর। স্বরূপবাবু তাঁর দোতলার ঘরের জানালা দিয়ে বিকেলের সূর্যের দিকে তাকিয়ে ছিলেন। হলুদ, কমলা আর লাল রঙে আকাশের পশ্চিমপ্রান্ত রঙিন। পুরো একবছর হয়ে গেছে তিনি ‘একচাপ কা’ কথাটা আর উচ্চারণ করেন না।

সন্ধে নামার একটু আগে তিনি বউমাকে পরিষ্কার গলায় বললেন — ‘এককাপ চা’।

দেওয়ালে মাধুরীর ছবিতে হাসিটি যদিও আজও অম্লান!


1 কমেন্টস্: