কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

২১ তন্ময় ভট্টাচার্য

দোনামনা...
তন্ময় ভট্টাচার্য



শরীর ধুলিস্যাৎ করে টাঙিয়ে রেখেছো
একজিবিশান হলে হাততালি নিশ্চিত

গড়িয়ে পড়বে সব চোখ

পাপড়ির দাম নিয়ে নিলামে হাতুড়ি ঠোকে
অবাধ্য জরায়ু

অথবা একেই বুঝি সুন্দর বলে

মুখ ফেরানোর আগে
একবার ঘনিষ্ঠ হবো





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন