কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

শিমন রায়হান

মাহুতের গান


পেয়ারা বাগানের দুপুর পেরোলেই
সন্ধ্যেমাঠের দৃশ্যে উড়ে যায় ছাপোষা ফু
লোকরান্নার ধোঁয়াশা ধোঁয়ার আশা বিদগ্ধ কাঠ

পর্ণোস্টারের ক্রূর হলো আবাবিল
আর বরফের নতুন নাম বীভৎস জ্বলন
অজাচারী মেঘে শেখা গেল তানপুরার অন্য উপমায়ন
বৃষ্টির জিগির মশগুল হলো নিতম্বের তালে আর তানসেনে

পরিত্যক্ত সার্কাস হস্তীনির বৃক্ষশরীর –- আধপেটা চোখ
ওর ভারী এগোনোর মানেও দাঁড়ালো জীবন
কিছু হ্যাংওভার দুলুনির বেঘোরে ক্ষুধার দশা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন