বুধবার, ১৪ মে, ২০২৫

সুপ্তশ্রী সোম

 

কবিতার কালিমাটি ১৪৫


খাঁচার পাখি

 

রামধনু গাছের নিচে সবুজ পালক

ছুঁয়ে দিতেই পাখি হয়ে উড়ে গেলাম

ডানায় আকাশ ঢেকে ফেলার সাহস নেই

কাঠকুটো নিয়ে বাসা বানানোর ছল শুধু


এখন আবার খাঁচার পাখি

রামধনু - গাছ আর পালক ঝরায় না।


বাহানা

 

পাখি বলে ডাকলে বুঁজে থাকা ডানা খুলে যায়। রোদ্দুরের আকাঙ্ক্ষায় ডানা ঝাপটানো আর উড়ে চলা।  পেরিয়ে আসা সাগরের উত্তাল ঢেউ মর্মর। পেরিয়ে আসা অন্ধতা। এখন শুধু আলোর শিখরে ওঠার জোনাকি প্রয়াস। পাখি বলে ডাকলে একটা বাসায় স্বপ্নের মাধ্যাকর্ষণ। পৃথিবীর খড়কুটো জড়ো করতে করতে পাখসাটে কোজাগরী রাত।


তবু শিকড়ের কারসাজিতে কাটা ঘুড়ি

পতনের অনিবার্যতায় বেপথু এখন।

 

অন্য নামে ডেকো আমায়।


এ বসন্তে

 

ছলনার ভিতর থেকে বেরিয়ে আসো

আমার জন্মদিনের আলোমাখা দিনে

ইশারায় কাছে ডেকেও ধরা দাওনি


অথচ সাড়া পড়ে গিয়েছিল পাড়ায়

বে-আব্রুমেয়ে দিনের বেলায়

প্রেমিকের ইশারায় সাড়া দিয়ে

আলো হয়ে ছুঁয়ে দিচ্ছে দিগন্ত


রুদ্রপলাশের রঙে রাঙানো অরণ্য

নতুন পাতায় সেজে উঠলে

সেজে উঠি অচিহ্নিত প্রেমে

জেগে থাকা দিন বদলে যায়

সেই থেকে জানি  বসন্ত রঙিন।



 


৪টি মন্তব্য: